Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

March 30, 2024 10:13:23 PM   উপজেলা প্রতিনিধি
গাজীপুরে শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন।

শুক্রবার রাত ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাহাঙ্গীর (২১) নামে ওই আরোহীর মৃত্যু হয়। গত ২৬ শে মার্চ বিকেল পাঁচটায় উপজেলার কেওয়া বাজার সংলগ্ন পারটেক্স গার্মেন্টস ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত যুবক কাকলি ফার্নিচার ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। নিহতের সহোদর দুই ভাই ও আপন মামাও কাকলি ফার্নিচার এর ফ্যাক্টরিতে কর্মরত রয়েছে। নিহত জাহাঙ্গীর নেত্রকোনা জেলার পূর্বধলা থানার লেটির কান্দা গ্রামের আকবর আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় পারটেক্স ফ্যাক্টরির সামনে এক বাইসাইকেল আরোহী ও নিহত মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর ও তার হেলপার মাহিম (১৮) কে নিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময়, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অজ্ঞাত মোটরসাইকেল আরোহী কে স্থানীয়রা তার পরিবারের মাধ্যমে চিকিৎসার দায়িত্ব নেন। অজ্ঞাত বাইসাইকেল আরোহী পারটেক্স গার্মেন্টসের শ্রমিক ছিল।

অপরদিকে নিহত জাহাঙ্গীর ও তার হেলপার মাহিমকে তাদের পরিবার ও স্থানীয়দের সহায়তায় প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়া হয়। এতে, মাহিমের একটি হাত ভেঙ্গে যায়। এক পর্যায়ে, মাহিমকে ময়মনসিংহ হাসপাতালে রেখে আর মাথার খুলিতে গুরুতর আঘাতপ্রাপ্ত জাহাঙ্গীরকে আগারগাঁও নিউরোলজি হাসপাতলে পাঠানো হয়। পরে আবার জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। অবশেষে জাহাঙ্গীর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তার নববিবাহিত অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহতের পরিবার জানিয়েছেন, সকালে প্রথম জানাযার নামাজ কাকলি ফার্নিচার ফ্যাক্টরি সংলগ্ন অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাজা নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় অনুষ্ঠিত হয়ে তার পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন হবে।

এ ব্যাপারে শ্রীপুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ আব্দুল আলীম জানান, তিনজন মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা চলমান।