
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর-১ আসন থেকে আ ক ম মোজাম্মেল হক বিজয়ী লাভ করেন। এই আসন থেকে টানা চতুর্থ বারের মতন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি এই আসন থেকে নৌকা মার্কায় ভোট পেয়েছেন ১০৯২১৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নিবাচিত হন।
বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপির নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম রাসেল ট্রাক মার্কায় পেয়েছেন ৯২৭৮৮ ভোট।
এছাড়া এম এম নিয়াজ উদ্দিন জাতীয় পাটি (লাঙ্গল) প্রতীকে পেয়েছে ১২৭৬ ভোট, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকি তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) পেয়েছে ৩২২ ভোট, ফজলুর রহমান ইসলামী ঐক্য জোট ( মিনার) পেয়েছে ১৪৯৩,মোঃ আশেদুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (নোঙ্গর) ২০২ ভোট, মোঃ শফিকুল ইসলাম বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা) ২৮৮ ভোট। মোট ভোটারের সংখ্যা ৬৯৫৮৫২, মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২৩৭,ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ২৩৭ টি।
কালিয়াকৈরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী এই তথ্য নিশ্চিত করেন।