Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ৪ বছরের শিশুকে ইস্ত্রি দিয়ে ছেকা দিল ‘বড় হুজুর’ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে ৪ বছরের শিশুকে ইস্ত্রি দিয়ে ছেকা দিল ‘বড় হুজুর’

February 27, 2023 10:58:42 PM   দেশজুড়ে ডেস্ক
গাজীপুরে ৪ বছরের শিশুকে ইস্ত্রি দিয়ে ছেকা দিল ‘বড় হুজুর’

গাজীপুর সংবাদদাতা:
চার বছরের এক মাদ্রাসার শিক্ষার্থীকে কাপড় আয়রন করার ইস্ত্রি দিয়ে ছেকা দেয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গত বুধবার দুপুরে গাজীপুর মহানগর ভোগড়া এলাকার জামিয়া ইসলামিয়া কাশিফুল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আয়রন মেশিনের ছেকায় চার বছরের শিশু শাকিলের হাত ও কান জলসে যায়।

অভিযুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আরিফ বিল্লাহ কাশেমী ওই মাদ্রার প্রতিষ্ঠাতা। খবর নিয়ে জানাযায়, ওই মাদ্রাসার কোন অনুমোদন ও নিবন্ধন নেই। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী মাঝে প্রতিবাদেন ঝড় বইছে।

আহত শিশুর স্বজনরা জানান, শাকিল ও তার বড় ভাই জাকির(১০) ওই জামিয়া মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র। প্রায় ছয়মাস আগে তাদের দুই ভাইকে ধর্মীয় জ্ঞানলাভের জন্য মহানগরের ভোগড়া এলাকার জামিয়া ইসলামিয়া কাশিফুল গাজীপুর মাদ্রাসায় ভর্তি করা হয়। গেল বুধবার, মাদ্রাসায় থাকাকালীন সময়ে শাকিল তার বড় ভাই জাকিরের খাবার খেয়ে ফেলে, এতে  মাদ্রাসার প্রতিষ্ঠা ও প্রধান শিক্ষক আরিফ বিল্লাহ ক্ষুব্ধ হয়ে কাপড় আয়রন করার ইস্ত্রি দিয়ে শাকিলের হাতে ও কানে ছেকা দেয়। পরে তাকে মাদ্রাসা থেকে উদ্ধার করে স্থানীয় একটি ফার্মেসীতে চিকিৎসা প্রদান করা হয়।  

এমন পৈচাশিক ও ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানান স্থানীয় এলাকাবাসী। তারা বলেন, নিবন্ধনহীন ওই মাদ্রাসা ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হউক। জানাযায়, এ ঘটনা দামাচাপা দেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে অভিযুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক ও ভবন মালিক হাফিজ উদ্দিন।

অভিযুক্ত প্রধান শিক্ষক মাওলানা আরিফ বিল্লাহ কাশেমী বলেন, ভুলবশত এমনটি হয়েছে। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সানোয়ার জাহান বলেন- এমন একটি সংবাদ পেয়েছি। ওই শিশুর স্বজনদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থাগ্রহণ করা হবে।