
গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে রেললাইনে দাড়িয়ে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কেটে সুমনা বেগম নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে করতোয়া এক্সপ্রেস ট্রেন সান্তাহার থেকে বোনারপাড়া যাবার প্রাক্কালে উপজেলার সুখানপুকুরে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি ঘটে। সুমনা বেগম সৈয়দ আহম্মেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থীনী ছিল। সে উপজেলার সোনারায় ইউনিয়নের গজারিয়া দক্ষিণপাড়া গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।