Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / গ্রেনেড হামলার প্রতিবাদে রাণীনগরে প্রতিবাদ সমাবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গ্রেনেড হামলার প্রতিবাদে রাণীনগরে প্রতিবাদ সমাবেশ

August 21, 2023 09:35:51 PM   উপজেলা প্রতিনিধি
গ্রেনেড হামলার প্রতিবাদে রাণীনগরে প্রতিবাদ সমাবেশ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
২০০৪ সালের ২১আগষ্ট প্রধামন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সদরের গোল চত্বর মুক্তিযোদ্ধা ভাস্কর মঞ্চে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

এছাড়া অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক, সদস্য রাহিদ সরদার,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ আসিকসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।