
গলাচিপা সংবাদদাতা:
শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রতীক ‘মহান মে দিবস’ পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
১৮৮৬ সালের ১ মে, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে আন্দোলন করেন। এ সময় পুলিশের গুলিতে কয়েকজন শ্রমিক প্রাণ হারান। তাদের আত্মত্যাগের স্মরণে দিনটি সারা বিশ্বে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশসহ বহু দেশে সরকারি ছুটির দিন হিসেবে স্বীকৃত এই দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হয়ে উঠেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গলাচিপা শহরের সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরমঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা ও পৌর শ্রমিক দলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. রশিদ দফাদার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মেহেদী হাসান বাবু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সহসভাপতি আব্দুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম বিল্লাহ, মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুশফিকুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম. দূর্জয় রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ ও সদস্য সচিব ফজলুল হক সাকিল।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো. আহসান হাবিব ও সদস্য সচিব মো. ফোরকান খলিফা প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও ন্যূনতম মজুরি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দলের সর্বস্তরের নেতাকর্মীদের শ্রমজীবী মানুষের পাশে থাকার আহ্বান জানান।