
মো. রিপন হাসান, গাইবান্ধা:
"শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ " এই প্রতিপাদ্য্য কে সামনে রেখে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মুল্য সহায়তা প্রদানের লক্ষে দেশব্যাপী ওএমএস সম্প্রসারণের এর আওতায় গাইবান্ধায় ওএমএস প্রদানের কার্যক্রমের এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গাইবান্ধা খাদ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকালে পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম, খাদ্য মন্ত্রনালয়ের গবেষণা পরিচালক (এফপিএমইউ) হাজিকুল ইসলাম, দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের ও জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারিরা,ওএমএস ডিলারগণসহ স্থানীয় গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।