Date: May 29, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধায় ‘স্বৈরাচার পতন দিবস’ পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাইবান্ধায় ‘স্বৈরাচার পতন দিবস’ পালিত

December 07, 2022 06:27:30 AM  
গাইবান্ধায় ‘স্বৈরাচার পতন দিবস’ পালিত

রিপন হাসান, গাইবান্ধা:
১৯৯০ এর স্বৈরাচার এরশাদ সরকার পতনের ৩২তম বর্ষপূর্তি উপলক্ষে গাইবান্ধায় শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, স্মৃতিচারণ, ১৯৮২ থেকে ৯০ পর্যন্ত ছাত্রনেতাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় ‘আমরা ৯০ এর যোদ্ধা’ নামে সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) চত্বর থেকে সকল রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাবেক ছাত্রনেতৃবৃন্দ।

পরে শহিদ মিনার চত্বরে ‘আমরা ৯০ এর যোদ্ধা’র আহ্বায়ক ও ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে এবং ‘আমরা ৯০ এর যোদ্ধা’র সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আমিনের সঞ্চালনায় স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা তৎকালীন তিনজোটের রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বৈরাচার পতনের পর তিনদশক পেরিয়ে গেলেও সেদিন সর্বদলীয়ভাবে গ্রহণ করা তিনজোটের রূপরেখা বাস্তবায়ন না হওয়া খুবই দুঃখজনক। তারা দীর্ঘদিন পর এ ধরণের উদ্যোগ গ্রহণ করায় ‘আমরা ৯০এর যোদ্ধা’কে অভিনন্দন জানান।

স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, ‘আমরা ৯০ এর যোদ্ধা’র সদস্য সচিব বাপী দাস, নব্বইয়ের ছাত্রনেতা প্রবীর চক্রবর্তী, কাজী ইব্রাহিম খলিল উলফাত, তানজিমুল ইসলাম পিটার, আলাল আহম্মেদ, মোশারফ হোসেন বাবু, মো. খালেদ হোসেন, নাদিম আহম্মেদ, আবু বক্কর কাজল, আলতাফুজ্জামান খান লোহানী তুহিন,রণজিৎ বর্মন, ডিউক, লাবু, অরুন, টিটু প্রমুখ। এছাড়া কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবীর তনু।