
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরের বাসন থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় যাত্রীবাহী বসুমতি বাসের চাপায় চারজন নিহত হয়েছে। শনিবার সকাল ৭.৫০ মিনিটে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটিকে আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলপুর থানার হরিনা কান্দার আব্দুল কুদ্দুসের ছেলে বোরহান উদ্দিন (৪০), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার স্বদেশী এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে ইউনুস আলী (৪০), গাজীপুর জেলার বাসন থানার বারবৈকার নান্নু মিয়ার ছেলে সোহরাব মিয়া(৩২)। বোরহান উদ্দিন পেশায় একজন ভ্যান চালক, ইউনুস আলী মাছ ব্যবসায়ী ও সোহরাব মিয়া পেশায় পোশাককর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে যাত্রীবাহী বসুমতি বাস তেলিপাড়া দশতলা গার্মেন্টসের সামনে চলন্ত একটি ভ্যান গাড়িকে চাপা দেয়। এসময় ভ্যান গাড়িতে থাকা তিনজন পোশাক শ্রমিক ও ভ্যানচালক ঘটনাস্থলে নিহত হয়। এছাড়াও বেশ কয়েকজন পথচারী আহত হয়। দুর্ঘটনা খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে মরহদের উদ্ধার করে।
চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মালেক খসরু খান। তিনি জানান, খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরহেদ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।