
গাজীপুর প্রতিনিধি:
শহীদ ময়েজউদ্দিন এর ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে গাজীপুর প্রেসক্লাব। সোমবার দুপুরে, গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক শহীদ ময়েজউদ্দিন শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্বরণসভা অনুষ্ঠিত হয়। কোরান-তেলওয়াতের মধ্য দিয়ে স্বরণসভা শুরু হয়।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বরণসভায় ভার্চুয়ালে যু্ক্ত ছিলেন- মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর জজকোর্টের সাবেক পিপি এড. মোঃ নুরুল আমিন, বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস.এম নজরুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন- শহীদ ময়েজউদ্দিন একজন আদর্শবান রাজনৈতিক নেতা ছিলেন। সামাজিক কর্মকান্ডে তার ভূমিকা ছিল অপরিসীম। আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনায় তিনি নিজ উদ্যোগে তহবিল গঠন করেন। আওয়ামী লীগের দুর্দিনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ সহচর ছিলেন।
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে থাকা অবস্থায় শহীদ ময়েজউদ্দিন নিয়মিত বঙ্গবন্ধুর পরিবারের খোঁজ খবর রেখেছিলেন। গাজীপুরের কালীগঞ্জের রাজপথে ১৯৮৪ সালে এ নেতাকে ঘাতকরা প্রকাশ্য দিবালোকে ছুড়িকাঘাত করে হত্যা করে। তৎকালীন সময়ে এ হত্যাকান্ডের ঘটনায়, বিচারের দাবিতে বিক্ষুব্ধ জনতা সারাদেশে একযোগে আন্দোলনে নেমেছিলেন। বক্তারা তাদের বক্তব্যে শহীদ ময়েজউদ্দিন এর রাজনৈতিক জীবনদর্শন চর্চা করার অনুরোধ জানান। শহীদ ময়েজউদ্দিনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্বরণসভার আয়োজন করায়, গাজীপুর প্রেসক্লাবকে সাধুবাদ জানায় বক্তারা।