Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে শোক দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে শোক দিবস পালিত

August 28, 2022 08:50:36 AM  
গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে শোক দিবস পালিত

গাজীপুর সংবাদদাতা:
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে গাজীপুর মহানগর যুবলীগ। শনিবার বিকাল ৩টায় গাজীপুর মহানগরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিশাল এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. মো. আজমত উল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্যাহ মন্ডল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, সহ-সভাপতি মো. আফজাল হোসেন সরকার রিপন ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোকসেদ আলম। এসময় মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও শোক সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশকে কলঙ্কিত করতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের বিচার যেন না-হয়, সেজন্য ঘাতক খুনিরা বিভিন্ন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েও সফল হয়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিষ্ঠিত করতে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে আসছে।