
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বালিয়াবাধায় তিন দিনব্যাপী পবিত্র ওরস মোবারক ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
জৈনপুরী খলিফা, পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল, চিশতিয়া মোহাম্মদিয়া হযরত মাওলানা শাহ্ বিলায়েত হোসেন (রহ.)-এর একমাত্র শাহজাদা ও বর্তমান গদিনিশিন খলিফা মোহাম্মদ আলিনুর ইসলামের আদেশক্রমে প্রধান ভক্ত আব্দুল আলিম সরকারের উদ্যোগে এই ওরস মোবারক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আলিম সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সতেজ কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম রফিক।
মো. গুলজার হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুহা. জাহাঙ্গীর আলম, মো. আ. গনি মিয়া, মো. দেলোয়ার হোসেন, মো. আ. খালেক, মো. আ. হালিম, মো. রুপু চৌধুরী (কোহিনূর), মো. আতোয়ার রহমান শেখ, মো. মহির উদ্দিন, মো. আশরাফুল ইসলাম তমছের, মো. আজাহার আলী, মো. আলম মিয়া প্রমুখ।