
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ২ নং সিংজুরী ইউনিয়ন পরিষদে ৯০৭ টি দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে ১০ কেজি ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে ) সকাল থেকে বিকাল পর্যন্ত সরকারের দেয়া ঈদ উপহারের চাল বিতরণ করা হয় ।দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ভিজিএফ কার্ডের চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠু ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা উপ - সহকারী কৃষি অফিসার মোঃ আমিনুল ইসলাম, সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজাসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ।
আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আযহা। ঈদের আগে সরকারের বিশেষ বরাদ্দের উপহারের ১০ কেজি চাল পেয়ে আমরা খুব খুশি চাল নিতে আসা উপকার ভোগীরা ।