
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী মাতৃছায়া আইডিয়াল বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সিংজুরী বীনা পানি মাঠ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংজুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক।
আব্দুল মালেক মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।