Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘিওরে পুজা উদযাপন পরিষের উদ্যোগে জন্মাষ্টমী পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘিওরে পুজা উদযাপন পরিষের উদ্যোগে জন্মাষ্টমী পালিত

August 20, 2022 09:19:48 AM  
ঘিওরে পুজা উদযাপন পরিষের উদ্যোগে জন্মাষ্টমী পালিত

মানিকগঞ্জ সংবাদদাতা:
ব্যাপক আনন্দ উদ্দিপনার মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।

দিনটি পালনে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার (১৯ আগস্ট ) ঘিওর কেন্দ্রীয় নাট মন্দির থেকে  শ্রী কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।

বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমূখর পরিবেশে শহরের ঘিওর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় ঘিওর থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইসতিয়াক আহমেদ শামীম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক এ্যাড. শচিন্দ্র নাথ মিত্র, সদস্য সচিব সুব্রত কুমার শীল (গোবিন্দ) সদস্য গৌরাঙ্গ কুমার ঘোষ, রাম প্রশাদ সরকার দিপুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও দিনটি পালনে পূজা, অঞ্জলী প্রদান, প্রার্থনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়।