Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘিওরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ সমাবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘিওরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ সমাবেশ

August 18, 2022 04:35:14 AM  
ঘিওরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ সমাবেশ

ভ্রাম্যমাণ সংবাদদাতা, মানিকগঞ্জ:
বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানিকগঞ্জের ঘিওরে ১৭ আগস্ট  বিক্ষোভ কর্মসূচি পালন করে উপজেলা  আওয়ামী লীগ।

অপপ্রচার-গুজবের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি ও তার দোসদের সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির উসকানির প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়েছে।

২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হামলার  প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।

ঘিওর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. আতোয়ার রহমান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন - উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম মিয়া মিন্টু, যুগ্ম সম্পাদক মোঃ আতোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ইসতিয়াক আহমেদ শামীম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বাবুল বেপারী, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগের সভাপতি আজিম জন, সাধারণ সম্পাদক রওশন ইয়াজদানী সুমনসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।