Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

February 21, 2025 06:18:27 PM   অনলাইন ডেস্ক
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরীর শহীদ ওয়াসিম পার্কের অভ্যন্তরীণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সিআরএ সভাপতি সোহাগ আরেফিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, সহ-সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, প্রচার সম্পাদক রুমেন চৌধুরী, সহ-প্রচার সম্পাদক এম. আর মিলনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

সিআরএ সভাপতি সোহাগ আরেফিন বলেন, "উনিশ বায়ান্নর ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বারসহ যারা বাংলা ভাষার মর্যাদা রক্ষায় জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই স্বাধীনতা ও স্বাধীন বাংলাদেশ। এই ত্যাগের ইতিহাস লক্ষ-কোটি বছর বাংলাদেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে আসছে এবং করবে।"