Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / চাঁদাবাজি নিয়ে জিজ্ঞাসা: ক্ষুব্ধ হয়ে প্রেসক্লাবে হামলা হামলা, ছিলেন বিএনপি নেতাও - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্...

চাঁদাবাজি নিয়ে জিজ্ঞাসা: ক্ষুব্ধ হয়ে প্রেসক্লাবে হামলা হামলা, ছিলেন বিএনপি নেতাও

December 13, 2024 12:06:17 AM   উপজেলা প্রতিনিধি
চাঁদাবাজি নিয়ে জিজ্ঞাসা: ক্ষুব্ধ হয়ে প্রেসক্লাবে হামলা হামলা, ছিলেন বিএনপি নেতাও

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক টিপু সুলতান তার ভাইসহ সন্ত্রাসীদের নিয়ে শ্রীপুর প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে।

গত বুধবার সন্ধ্যায় শ্রীপুর প্রেসক্লাবে বিজয় দিবসের প্রস্তুতিমূলক আলোচনাকালীন এ ঘটনা ঘটে। পৌর বিএনপির যুগ্ম সম্পাদক টিপু সুলতান, তার ভাই নিজাম উদ্দীন এবং আরও কিছু সন্ত্রাসী এই হামলায় অংশ নেয়।

হামলার ঘটনায় শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেকসহ কয়েকজন আহত হয়েছেন।

এ বিষয়ে আহত সাংবাদিক আব্দুল মালেক বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি স্থানীয় বিভিন্ন চাঁদাবাজির বিষয়ে জানতে চাওয়ায় ক্ষুব্ধ হয়ে এ হামলা চালানো হয়।

হামলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।