
চাঁপাইনবাবগঞ্জের সদর থানার চকআলমপুর পাঠানপাড়া গ্রাম থেকে মাদকসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আরিফ আলী পাঠান (৪৩) কে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মৃত তোফাজ্জল খলিফার ছেলে।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত টাস্কফোর্স অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে আরিফের বাড়ি থেকে হেরোইন ১০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ৪০ পিস, ফেনসিডিল ১ বোতল, নগদ ৬১ হাজার ৫০০ টাকা, ইলেকট্রিক শর্টার মেশিন ১টি এবং হেরোইন পরিমাপক ডিজিটাল যন্ত্র ২টি উদ্ধার করা হয়েছে।
আটক আরিফ আলী পাঠানের বিরুদ্ধে ডিএনসির পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং ৮(খ)/১০(ক)/১৪(ক)/২৬(১) ধারায় সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। অভিযানে ১২ জন পুলিশ সদস্য, ৭ জন র্যাব সদস্য, ১৬ জন সেনাবাহিনীর সদস্য, ১ জন কাস্টমস সদস্য এবং ১৫ জন বিভাগীয় স্টাফসহ মোট ৫১ জন সদস্য ৮টি যানবাহন নিয়ে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি মো. আরিফ আলী পাঠানের বিরুদ্ধে ইতিপূর্বে ৯টি মাদক মামলা রয়েছে এবং তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।