
রাহাত আমিন, কুমিল্লা:
কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের উত্তর হাজাতিয়ায় ডাকাতি ও চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। রবিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে ডা. আবদুল মমিন মজুমদারের বসতঘরে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা স্টিলের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথিপত্রসহ ঘরের দামী আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী মমিন মজুমদার জানান, “কয়েক মাস ধরে আমরা রাতে বাড়িতে থাকি না। এই সুযোগে দুর্বৃত্তরা আমার ঘরে ঢুকে আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ দলিলপত্র, সার্টিফিকেট, চাকরির কাগজপত্র এবং দামী আসবাবপত্র নিয়ে গেছে। তারা ঘরের সবকিছু তছনছ করে রেখে গেছে। এতে আমাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।”
লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম ঘটনাটি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এ ধরনের চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।