
"শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে" এই শ্লোগানে কুমিল্লায় মহান মে দিবস এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ পালিত হয়েছে। জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কারখানা ও প্রতিষ্ঠান শ্রম অধিদপ্তরের নানা আয়োজনে দিনটি উদযাপিত হয়।
বৃহস্পতিবার (১ মে) সকালে কুমিল্লা নগরের কান্দিরপাড় টাউনহল মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য এবং সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সেলিম মালেক, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকরা।