Date: May 16, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / চিলাহাটিতে শীতার্ত মানুষের পাশে মানবতার দেয়াল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চিলাহাটিতে শীতার্ত মানুষের পাশে মানবতার দেয়াল

December 26, 2023 05:40:40 PM   উপজেলা প্রতিনিধি
চিলাহাটিতে শীতার্ত মানুষের পাশে মানবতার দেয়াল

চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলার চিলাহাটিতে মাদ্রাসার শিশু, অসহায়, ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন মানবতার দেয়াল চিলাহাটি।

মঙ্গলবার সকালে চিলাহাটির একটি মাদ্রাসার শিশুদের প্রায় ৫০ টি এবং বিভিন্ন অসহায়, ছিন্নমূল ও হতদরিদ্রদের প্রায় ১৩০ টি কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী লাবু ইসলাম, চিলাহাটি রেলওয়ে ষ্টেশনের পেশ ইমাম নূর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন মানবতার দেয়াল চিলাহাটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, রাইসুল ইসলাম রুবেল প্রমুখ।

মানবতার দেয়াল চিলাহাটির প্রতিষ্ঠাতা সভাপতি তৌকির আহমেদ মিরাজ বলেন, মানবতার দেয়াল চিলাহাটি একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। এটি ২২ ডিসেম্বর ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই আমরা বিভিন্ন সেবামূলক কাজ করে আসছি। অসহায় মানুষের পাশে এসে সহযোগিতা করছি, খুদার্থদের খারার দিয়েছি, শীতার্তদের শীতবস্ত্র দিয়েছি। আমি আমার সকল সদস্যদের এক হয়ে নতুন বছরে আরো ভাল কিছু করার আহব্বান জানাচ্ছি।