
চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলার চিলাহাটি সরকারী খাদ্য গুদামে চলতি মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। রোববার সকালে আজাদ রাইস হাসকিং মিলের ৫ মেট্রিক টন চাল ক্রয়ের মধ্যে দিয়ে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন আওয়ামী লীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল। এ সময় চিলাহাটি এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ডোমার উপজেলার দুইটি খাদ্য গুদামে চলতি মৌসুমের সংগ্রহের জন্য ধান ১১৪০.০০০ এবং চাল ১৯৩২.৯৯০ মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে।