
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আক্রান্ত ও আহত সাংবাদিক এইচএম রাকিবের প্রতি সংহতি জানিয়ে বাসাজের পক্ষ থেকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটের হোটেল গি-ভিঞ্চির রুফটপ রেস্টুরেন্টে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে এ অর্থ প্রদান করা হয়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করেন।
জানা গেছে, দৈনিক দেশেরপত্রের স্টাফ রিপোর্টার এইচএম রাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন। গত ১৫ জুলাই সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে আন্দোলনের সংবাদ সরাসরি সম্প্রচারকালে ৭-৮ জন ছাত্রলীগ-যুবলীগ কর্মী তার ওপর লাঠি দিয়ে আঘাত করে এবং বেধড়ক মারধর চালায়। গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। মাথায় আঘাতের ফলে তিনি মাথাব্যথা, মাথা ঘোরা এবং ঝাপসা দৃষ্টিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন বলে জানা গেছে। হামলাকারীরা তার ক্যামেরা, মোবাইল ফোন ও মাইক্রোফোন ছিনিয়ে নেয়।
‘গণমাধ্যম সংস্কারে আমাদের প্রস্তাবনা’ শীর্ষক উক্ত আলোচনা সভায় চেক প্রদান অনুষ্ঠান ছাড়াও গণমাধ্যম সংস্কারে প্রস্তাবনা নিয়ে আলোচনা, নতুন সদস্যদের বরণ ও পরিচিতি এবং সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বাসাজের সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসাজের উপদেষ্টা এনামুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জাহিদ আহমেদ চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মইনুল ইসলাম মাহিন, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের, নির্বাহী সদস্য ফারুক হোসেন,আল আমিন সবুজ এবং সদস্য রায়হান মোল্লা ও দিল আফরোজ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসাজের দপ্তর সম্পাদক মো. শাহাদৎ হোসেন, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক আল আমিন শেখ, দেশেরপত্র মাল্টিমিডিয়ার হেড অব নিউজ রিজভী ইয়ামিন, সাংবাদিক হাবিবুর রহমান, তাজুল ইসলাম, রায়হান মোল্লা, মেহেদী হাসান, রাশেদ হোসেন স্বপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতৃবৃন্দ। বিশেষ করে, গণমাধ্যম সংস্কারে বাসাজের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবনাগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা। উপস্থিত সদস্যরা এসব প্রস্তাবনার ওপর মতামত এবং পরামর্শ প্রদান করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শীঘ্রই একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে গণমাধ্যম সংস্কারের প্রস্তাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে।
সভায় নতুন যোগদানকৃত সদস্যদের বিশেষভাবে বরণ করে নেওয়া হয়। সিনিয়র যুগ্ম সম্পাদক মইনুল ইসলাম মাহিন, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের, নির্বাহী সদস্য আল আমিন সবুজ এবং নির্বাহী সদস্য মো. রায়হানকে ফুলেল শুভেচ্ছা এবং আইডি কার্ড দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।