
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আমার সংবাদের একযুগে পদার্পণ ও বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের নিচ তলায় অবস্থিত জাজিরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমার সংবাদ পত্রিকার জাজিরা উপজেলা প্রতিনিধি হিমেল আহম্মেদ অপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সূজন হক। উপস্থিত ছিলেন জাজিরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠানকালীন সদস্য জিএম সিরাজুল ইসলাম ও মোঃ শীপন হাওলাদার। ন্যাশনাল ব্যাংকের গঙ্গানগর শাখার কর্মকর্তা এনামুল হক শামীম সহ অন্যান্য সামাজিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও আমার সংবাদের নিয়মিত পাঠকগণ এসময় উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলে জাজিরা প্রেস ক্লাবের সভাপতি ও আমার সময় পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, জাজিরা প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার জাজিরা প্রতিনিধি ইমরান হোসাইন,জাজিরা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক অমিত মাল,জাগো নিউজের শরীয়তপুর জেলা প্রতিনিধি বিধান মজুমদার।