
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় কৃষক-কৃষানীদের মধ্যে কন্দাল জাতীয় ফসল চাষের প্রশিক্ষণ দেয়া হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০ জন কৃষক-কৃষানীদের মাঝে এ প্রশিক্ষণ দেয়া হয়।
মঙ্গলবার (১৬-এপ্রিল) ও তার পরদিন উপজেলা পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় দিনব্যাপী চলে এ প্রশিক্ষণ কর্মশালা।
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক-কৃষাণীদের মধ্যে কন্দাল জাতীয় ফসল চাষের গুরুত্ব ও চাষাবাদের পদ্ধতিসহ খুটিনাটি বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) জনাব আবুল হোসেন মিয়া।
কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওমর ফারুক, এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রিয়াজুর রহমান, মুসলিমা জাহান রুনিয়াসহ প্রশিক্ষণ নিতে আসা কৃষক-কৃষাণীরা। প্রশিক্ষণ শেষে উপস্থিত কৃষক-কৃষাণীদের মধ্যে সনদপত্রে বিতরণ করা হয়।
প্রশিক্ষণ শেষে উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক বলেন, কন্দাল জাতীয় ফসল বলতে আলু, মিষ্টি আলু, লতিকচু, ওলকচু, মুখীকচু প্রভৃতির কথা বলা হয়েছে। জাজিরার মাটি কন্দাল ফসল চাষের উপযুক্ত। কন্দাল জাতীয় ফসলে পুষ্টিগুণ বেশি থাকে এবং প্রচলিত ফসলের তূলনায় অধিক লাভজনক।