Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জাজিরায় বিভিন্ন দপ্তরে ১০ম গ্রেডের দাবিতে ডিপ্লোমাধারী সার্ভেয়ারদের স্মারকলিপি প্রদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণ...

জাজিরায় বিভিন্ন দপ্তরে ১০ম গ্রেডের দাবিতে ডিপ্লোমাধারী সার্ভেয়ারদের স্মারকলিপি প্রদান

September 30, 2024 08:01:33 PM   উপজেলা প্রতিনিধি
জাজিরায় বিভিন্ন দপ্তরে ১০ম গ্রেডের দাবিতে ডিপ্লোমাধারী সার্ভেয়ারদের স্মারকলিপি প্রদান

শরীয়তপুর (জাজিরা) প্রতিনিধি:
সারা দেশের নেয় শরীয়তপুরের জাজিরায় ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং ডিপ্লোমাধারী সার্ভেয়ার সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), জাজিরা পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন উপজেলায় কর্মরত সার্ভেয়াররা।

সোমবার  (৩০-সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার এসব দপ্তরে স্মারকলিপি প্রদান করেন উপজেলা সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার মো:রেজাউল করিম, কে এম রাইসুল ইসলাম, অলিউল ইসলাম শামীম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কাওসার হোসেন ও সার্ভেয়ার মনির।

এসময় তারা দাবি করেন, ৪ বছর মেয়াদি সার্ভেয়িং ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। ১৯৯৪ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ১৬৪ নম্বর প্রজ্ঞাপনে প্রকাশিত বাংলাদেশ গেজেটে ৩৮টি ডিপ্লোমাধারীর মধ্যে সার্ভেয়িং একটি। যা গেজেটে ২য় শ্রেণির পদমর্যাদায় ১০ম গ্রেডে প্রদান করা হয়েছে। কিন্তু, অন্য ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ম গ্রেড বাস্তবায়ন হলেও শুধু মাত্র বৈষম্যের শিকার হয়েছেন সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা।

এ বৈষম্য দূরীকরণ এবং প্রজ্ঞাপন ও জনপ্রশাসন মন্ত্রণালয় বাস্তবায়ন করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একযোগে সারাদেশের সার্ভে প্রকৌশলী ডিপ্লোমাধারীগণ নিজ নিজ উপজেলায় সার্ভে সংশ্লিষ্ট সকল দপ্তরের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদান শেষে তারা সাংবাদিকদের বলেন, ১০ গ্রেড তাদের অধিকার। দীর্ঘদিন ধরে তাদের অধিকার বঞ্চিত করে রাখা হয়েছে। তারা তাদের অধিকার চায়। দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি না মানা হলে আগামীতে কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচির পালন করবেন তারা।