
জাজিরা প্রতিনিধি, শরীয়তপুর:
জাজিরায় ‘মনা পাগলার মেলা’য় ‘অশ্লীল ও অনৈসলামিক কর্মকান্ডের’ বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় অনৈসলামিক কর্মকান্ড বিরোধী সমন্বয় কমিটি। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে জাজিরা উপজেলার জয়নগর বাজার জামে মসজিদের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল করেন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রতিবছর মনা পাগলা ইসলামের নাম ভাঙিয়ে অশ্লীলতা, মাদক, বেহায়াপনা সহ বিভিন্ন অনৈসলামিক কর্মকান্ড চালায়। ২০০৭ সালে মাওলানা আনিসুল হকের নেতৃত্বে মেলা বন্ধ হয়েছিল, কিন্তু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি তা পুনরায় চালু করেন।
উপস্থিত বক্তারা জানান, ইসলামের মূল বার্তা বিকৃত করে এই ধরনের কর্মকান্ড বন্ধ করতে সর্বদলীয় কমিটি গঠন করা হয়েছে। মেলা বন্ধে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিয়েছে, তবে কেউ যদি গোপনে তা চালিয়ে যেতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
উপস্থিত ছিলেন, সমন্বয় কমিটির আহ্বায়ক মুফতি মাহবুবুর রহমান (জিয়া), ওলামা পরিষদের উপজেলা সভাপতি মুফতি ইলিয়াছুর রহমান, মাওলানা তাইজুল ইসলাম সেলিম, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম সহ আরও অনেকে।
জানা যায়, অনৈসলামিক কর্মকান্ড বন্ধ করতে মানববন্ধনে ডাক দেয় ইসলামি বিভিন্ন সংগঠন। গঠিত হয় সর্বদলীয় অনৈসলামিক কর্মকান্ড বিরোধী সমন্বয় কমিটি। মানববন্ধনের ডাক দেয়ার পরপরই মনা পাগলার মেলা বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। তবে এরপরও কেউ কেউ মেলাটি চালিয়ে নিতে পায়তারা করছেন এমন অভিযোগে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।