Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / জাবি শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে তিন দফা দাবি বৈছাআর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাবি শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে তিন দফা দাবি বৈছাআর

May 05, 2025 08:27:42 PM   অনলাইন ডেস্ক
জাবি শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে তিন দফা দাবি বৈছাআর

জাবি সংবাদদাতা:
৪ মে (রবিবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের চলাচল ও যাতায়াতের সমস্যা দূরীকরণে তিন দফা দাবি উত্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)। সংগঠনটির জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল সাধারণ শিক্ষার্থীদের পক্ষে উপাচার্য বরাবর এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠনের লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তাগুলোতে ফুটপাত না থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকেন। একইসঙ্গে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়গামী বাসগুলোর জন্য নির্দিষ্ট কোনো স্টপেজ না থাকায় শিক্ষার্থীদেরকে নিয়মিত ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়া সম্প্রতি ক্যাম্পাসে যে ইলেকট্রিক কার্ট চালু করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল, ফলে শিক্ষার্থীরা এ পরিবহন ব্যবস্থার সুফল পুরোপুরি পাচ্ছেন না।

এ পরিস্থিতিতে বৈছাআ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছে, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কে দ্রুত ফুটপাত নির্মাণ, ঢাকা থেকে ক্যাম্পাসগামী বাসের জন্য নির্দিষ্ট স্টপেজ নির্ধারণ এবং অভ্যন্তরীণ সকল রুটে দ্রুত সময়ের মধ্যে পর্যাপ্ত ইলেকট্রিক কার্ট চালুর ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে বৈছাআ জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “আমরা সাধারণ শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে তিন দফা দাবি উত্থাপন করেছি। বর্তমানে ক্যাম্পাসে পায়ে চলা রিকশার পাশাপাশি ইলেকট্রিক কার্ট চালু করা হয়েছে, তবে তা পর্যাপ্ত নয়। ফলে শিক্ষার্থীরা এর সুবিধা পাচ্ছেন না। কার্টের সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হলে সাধারণ শিক্ষার্থীরা অনেকটাই উপকৃত হবে।”