Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / জমে উঠেছে চাঁদপুরের হাইমচর সদরের আলগী বাজারের ঈদ কেনাকাটা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জমে উঠেছে চাঁদপুরের হাইমচর সদরের আলগী বাজারের ঈদ কেনাকাটা

March 27, 2025 05:24:51 PM   অনলাইন ডেস্ক
জমে উঠেছে চাঁদপুরের হাইমচর সদরের আলগী বাজারের ঈদ কেনাকাটা

হাইমচর উপজেলার আলগী বাজারে ঈদের কেনাকাটা এখন তুঙ্গে। বৃহস্পতিবার ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। বাজারের বালুর মাঠ, থানা রোডসহ বিভিন্ন মার্কেট ও গলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে মেয়েদের ও শিশুদের পোশাকের দোকানে ক্রেতাদের ভিড় বেশি দেখা যাচ্ছে। গ্রীষ্মকাল থাকায় সুতি কাপড়ের প্রতি বিশেষ নজর দিচ্ছেন ক্রেতারা।

নারী ক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবার শিশু ও নারীদের পোশাকের দাম কিছুটা বেশি হলেও তা সন্তোষজনক। বালুর মাঠ এলাকার ‘মায়ের দোয়া বস্র বিতান’ জানায়, এবার সুতির কাপড়ের চাহিদা সবচেয়ে বেশি। তাদের দোকানে মহিলাদের ও মেয়েদের জামাকাপড়ের পাশাপাশি শিশুদের জন্য টি-শার্ট ও প্যান্টের বড় কালেকশন রয়েছে। ঈদ উপলক্ষে কিছু ছাড়ও দেওয়া হচ্ছে। দোকানের মালিক জানান, বাজারে ‘পাকিস্তানি ড্রেস’ নামে যে পোশাক বিক্রি হয়, সেগুলো আসলে বাংলাদেশেই তৈরি, তবে পাকিস্তানি ডিজাইনের হওয়ায় এ নামে বিক্রি করা হয়।

থানা রোডের সামনের ‘ওয়ান স্টার’ দোকানে ছেলেদের বিভিন্ন ব্র্যান্ডের প্যান্ট ও শার্টের কালেকশন দেখা গেছে। শিশু ক্রেতা তাওহীদ তার দাদুর সঙ্গে মার্কেটে এসে নতুন পোশাক কিনে বেশ খুশি।

এদিকে, ঈদের আগ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন এলাকার দর্জির দোকানগুলোও। প্রতিটি দোকানেই ভিড় থাকায় টেইলার্সের কারিগররা কাজ শেষ করতে হিমশিম খাচ্ছেন।