Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জুয়ার নগরীতে পরিণত গাজীপুর, লোভে পড়ে সর্বস্বান্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

জুয়ার নগরীতে পরিণত গাজীপুর, লোভে পড়ে সর্বস্বান্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ!

February 05, 2025 02:15:13 PM   জেলা প্রতিনিধি
জুয়ার নগরীতে পরিণত গাজীপুর, লোভে পড়ে সর্বস্বান্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ!

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে মেলার আড়ালে চলছে কোটি কোটি টাকার লটারি জুয়া। মেলার প্রবেশ টিকেট কিনে লক্ষ লক্ষ টাকার মূল্যের বিভিন্ন পণ্যে জেতার আশায় প্রতিদিন কোটি টাকার টিকেট ক্রয় করছেন গাজীপুরবাসী। নিজেদের ভাগ্য পরিবর্তনের আশায় দিনমজুর, গার্মেন্টস কর্মী, ভিক্ষুকসহ নিম্ন শ্রেণির পেশার মানুষ নির্ধারিত ২০ টাকা মূল্যের 'মেলার প্রবেশ টিকিট' ক্রয় করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, অভিনব প্রতারণার মাধ্যমে বিক্রি হচ্ছে এই লটারি টিকিট। মেলার প্রবেশ টিকিট হিসাবে লেখা থাকলেও গাজীপুর জেলার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ইজিবাইক, ভ্যানসহ বিভিন্ন মাধ্যমে ঘুরে ঘুরে বিক্রি করা হচ্ছে এই লটারি।

একেক ব্যক্তি শতাধিক টিকিট ক্রয় করলেও, মেলাস্থলে প্রবেশ করেনি একদিনও! শুধুমাত্র লাখ টাকার দামী দামী পণ্যের লোভে এসব টিকিট ক্রয় করছেন তারা। গত জানুয়ারি মাসের গাজীপুরের শিমুতলী এলাকায় শুরু হয় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা ২০২৪-২০২৫। শুরুর পর থেকেই দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এ মেলা। মেলার টিকেট জুয়া নিয়েও গাজীপুরবাসীর মাঝে বইছে সমালোচনার ঝড়! ইতিমধ্যেই অনুষ্ঠিত মাসব্যাপী এ মেলার ২১ দিন অতিবাহিত হয়েছে।

মেলাকে উদ্দেশ্য করে টিকিট জুয়ার বিষয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করছেন স্থানীয় এলাকাবাসী। অনেকেই বলছেন, বিভিন্ন কৌশল অবলম্বন করে মেলার আড়ালে লটারির টিকিট বিক্রি করাই আয়োজকদের মূল উদ্দেশ্য। সরজমিনে দেখা যায়, গাজীপুর জেলা ও মহানগরের জনসমাগমপূর্ণ স্থান ছাড়াও বিভিন্ন মহল্লায় অটোরিকশা, সিএনজিতে মাইকিং করে প্রতিদিন কোটি টাকার টিকিট বিক্রি করা হচ্ছে।

অনেকেই জানান, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিক্রি হওয়া টিকিটের পুরস্কার ঘোষণা করা হয় রাত ১০টার পর। মেলা কর্তৃপক্ষের নিজস্ব ইউটিউব চ্যানেল Live BDSK TV থেকে সরাসরি পুরস্কৃতদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার ঘোষণার সময় গাজীপুরের এলাকার চা দোকানে জনতার উপচে পড়া ভিড় জমায়।

গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকার একজন মহিলা ভিক্ষুক জানান, প্রতিদিন ভিক্ষার টাকায় তিনি ৫/৭টি টিকিট ক্রয় করেন স্বর্ণালংকার জেতার আশায়। মেলা শুরুর পর থেকে তিনি নিয়মিত লটারির টিকিট ক্রয় করছেন নিজের ভাগ্য পরিবর্তনের জন্য। এযাবৎ পর্যন্ত তিনি কোনো পুরস্কার পাননি।

একজন রিকশা চালক জানান, পুরস্কারের লোভে তিনি প্রতিদিনই লটারির টিকিট কিনছেন। কিন্তু কোনো পুরস্কারই তার ভাগ্যে জুটেনি। এজন্য তিনি খুবই হতাশ। এছাড়াও সচেতন মহলের প্রশ্ন, পুলিশ প্রশাসনের নাকের ডগায় এমন অবৈধ কাজ কিভাবে চলছে?

গাজীপুরের একজন স্থানীয় বাসিন্দা জানান, এসব টিকিট কিনে সর্বস্বান্ত হচ্ছে নিম্ন ও দরিদ্র মানুষ। স্বর্ণালংকার, আইফোন, মোটরসাইকেলসহ প্রায় ৫১টি লোভনীয় পুরস্কারের লোভে পুরুষ-মহিলা ছাড়াও সকল বয়সের মানুষ লটারির টিকিট কিনে প্রতারিত হচ্ছে। গাজীপুর যেন এখন জুয়ার শহরে পরিণত হয়েছে। জুয়া বন্ধে দ্রুত প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত।

এ বিষয়ে মেলার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা লটারির অনুমোদনের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে গাজীপুর মহানগরের সদর থানার অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনি জানান, ইতোমধ্যে লটারি বিক্রি করার ভ্যান ও ব্যক্তিসহ কয়েকজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

তবে মেলার লটারি বিক্রির বিষয়ে জানতে গাজীপুর জেলা প্রশাসকের নম্বরে যোগাযোগ করলে কাউকে পাওয়া যায়নি।