
রংপুরের হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জিরো সেভেন ফাউন্ডেশনের উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন হারাগাছ স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় জিরো সেভেন ফাউন্ডেশনের অফিস কক্ষে বিকাল ৩ থেকে ৬টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে দুজন, সাংগঠনিক সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করে। সর্বমোট ৪৭টি ভোটের মধ্যে ২৯টি ভোট পেয়ে সভাপতি পদে জয়লাভ করেন আরিফুল ইসলাম জিতু, ২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন কামরুজ্জামান কানন এবং ২৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোতাহার হোসেন কাজল।
জানা যায়, রংপুরের কাউনিয়া উপজেলা হারাগাছ পৌরসভার হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৭ সালের বন্ধুদের নিয়ে একটি সামাজিক ও সেবা মূলক সংগঠনের উদ্যোগ নেয়। এক সময়ের ২০০৭ সালের এসএসসি ও স্কুল পড়ুয়া বন্ধুরা সংগঠনটি ২৩ জুলাই ২০২৩ সালে গঠন করা হয়। সে সময় সংগঠনটির নামকরণ করেন জিরো সেভেন ফাউন্ডেশন।
প্রতিষ্ঠার সময় জিরো সেভেন ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তফা কামাল রাসেল, সদস্য সচিব সেলিম আহাম্মেদ। সম্প্রতি পূর্বের কমিটি ও উপদেষ্টাগণ মিলে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে চার সদস্যবিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আশিকুর রহমান জুন্নুর।
নির্বাচন সহকারী হিসেবে ছিলেন, মোস্তফা কামাল রাসেল, সেলিম আহমেদ ও ফিরোজ কবির রতন।