
টঙ্গী প্রতিনিধি, গাজীপুর:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, জাহাঙ্গীর আলম তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। তিনি গত সিটি নির্বাচনে তার মায়ের জন্য ভোট চাইতে এসে বিভিন্ন জায়গায় বলেছিলেন যে, তার মা জায়েদা খাতুন যদি মেয়র হতে পারেন, তা হলে বাড়ির হোল্ডিং ট্যাক্স পাঁচ বছরের জন্য মওকুফ করে দেবেন। কিন্তু, এখন খবর পাচ্ছি, তিনি প্রতিটি বাড়িতে ট্যাক্সের পরিমাণ দুই-তিনগুণ বৃদ্ধি করে বাড়ির মালিকদের নোটিশ পাঠাচ্ছেন। ট্যাক্স মাফ তো করেনই নাই; বরং দ্বিগুণ, তিনগুণ বাড়িয়ে নোটিশ দিচ্ছেন। যার মুখে এক, অন্তরে আরেক তাকে আমরা কী বলতে পারি, এমন প্রশ্ন রাখেন তিনি।
তিনি বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগরীর টঙ্গীর কলেজ মাঠে এক উঠান বৈঠকে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি কখনো কুপথে পা বাড়াইনি। অল্প বয়সে এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি। আমার হাতে ক্ষমতা ছিল, টাকা ছিল। অল্প বয়সে মানুষ ক্ষমতা এবং টাকা পেলে তার ভার সহ্য করতে পারে না, মানুষ খারাপ হয়ে যায়। আমি কখনো আমার ক্ষমতা ও টাকার অপব্যবহার করিনি। মানুষের আমানত খেয়ানত করিনি। কোনো প্রকার খারাপ কাজের সঙ্গে আমার সংশ্লিষ্টতা কেউ প্রমাণ করতে পারবে না।
প্রতিমন্ত্রী বলেন, সিটি নির্বাচনে তিনি (জাহাঙ্গীর আলম) বাড়ির হোল্ডিং ট্যাক্স মাফ করে দেওয়ার কথা বলে মা-বোনদের পটিয়ে ভোট নিয়েছেন। এবারও তিনি একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এলাকার ভোটারদের বিভিন্ন মিথ্যা ও লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। আপনারা সবাই সজাগ থাকবেন। মিথ্যা প্রতিশ্রুতিতে প্রলুব্ধ না হয়ে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে সহযোগিতা করুন।
পরে, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশাল শোভাযাত্রা করেন।