
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে হেযবুত তওহীদের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলা পৌর শহর থানা সংলগ্ন শান্তিনগরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেযবুত তাওহীদের কেন্দ্রীয় আমির শফিকুল আলম উখবাহ।
হেযবুত তওহীদ অসদস্য মাসুদ রানা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা আঞ্চলিক আমির আশেক মাহমুদ, বিভাগীয় অনলাইন প্রচার সম্পাদক আবু হাসান সাদ্দাম, জয়পুরহাট জেলা সাহিত্য ও গবেষণা সম্পাদক জামাল উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক আবু কালাম সাধারণ সম্পাদক টিটু আহমেদ, দপ্তর সম্পাদক আমিনুর রহমান, আক্কেলপুর উপজেলা সভাপতি গাজীউল ইসলামসহ হেযবুত তওহীদের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সৃষ্টি জগতের মধ্যে মানুষ একটা স্রষ্টার অনন্য সৃষ্টি। সমগ্র পৃথিবীর মানুষ এক আদম-হাওয়ার সন্তান। স্রষ্টাকে যে যে নামেই ডাকুন না কেন সর্ব মূলে তিনি একই সত্ত্বা। এক মানবজাতি ঐ আমেরিকাতে মারা গেলে আমর ভাই আমার বোন। বাড়ির পাশে ধর্ষিতা হলেও আমার ভাই, আমারই বোন। তাই কাকে বোমা মারবেন, খাদ্যে ভেজাল দিবেন, পানি আটকে মারবেন। মানুষ আজ ইবলিশের প্ররোচণায় পড়ে মানুষ তার নিজের পরিচয় ভুলে গিয়েছে। যার ফলে সমগ্র মানবজাতি আজ বিভিন্ন ভাগে, বিভিন্ন পথে, দল উপদল মত তরিকায়, বিভক্ত হয়ে গিয়েছে। এই মানুষকে আবার তার আদি পরিচয় মনে করিয়ে দিয়ে, শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে, কাজ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।