Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / জয়পুরহাটে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জয়পুরহাটে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা

October 11, 2022 05:57:26 AM  
জয়পুরহাটে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা:
অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় আক্কেলপুর  আদর্শ ক্লাব কমিউনিটি সেন্টারে জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ মাসুদ রানা চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রাজশাহী ও রংপুর বিভাগীয় আমীর মোঃ মশীহউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া আঞ্চলের সহকারী বিভাগীয় আমীর মোঃ আশেক মাহমুদ।

বক্তব্যে প্রধান অতিথি, ধর্মের নামে গুজুব-হুজুগ, দাঙ্গা ও উন্মাদনার বিরুদ্ধে জনসচেতনতামূলক আলোচনা এবং বর্তমান ইসলাম ও প্রকৃত ইসলামের রুপরেখা সম্পর্কে বক্তব্য প্রধান করেন।

আলোচনা সভা শেষে ২৬ জন নতুন সদস্য ঐক্যবদ্ধ হন।