
শৈলকূপা প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনাররি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা যুবলীগ সভাপতি শামীম হোসেন মোল্লা, সাবেক সভাপতি রানাউজ্জামান বাদশা, ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, মনোহরপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আওয়াল, শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন, সাধারণ সম্পাদক বাবু প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুন খান।