Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ঝিনাইদহ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই মাদকব্যবসায়ী আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝিনাইদহ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই মাদকব্যবসায়ী আটক

June 05, 2023 07:11:54 PM   উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই মাদকব্যবসায়ী আটক

সুজন বিশ্বাস:
ঝিনাইদহ ডিবি পুলিশ পৃথক দুটি অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

জানা যায়, ঝিনাইদহের সুযোগ্য পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি আভিযানিক দল রোববার এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃত মহেশপুর উপজেলার মাটিলা মাঠপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী সোহেল রানা (২৩) এর কাছ থেকে ২৫ বোতল ও মাটিলা বাগানপাড়া এলাকার মৃত মল্লিক মন্ডলের ছেলে জিন মিলন (৩৬) এর কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ডিবি পুলিশ সুত্রে জানা গেছে।