Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টাঙ্গাইলে ইসমাইল হত্যার পলাতক আসামী রিপন র‌্যাবের হাতে গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টাঙ্গাইলে ইসমাইল হত্যার পলাতক আসামী রিপন র‌্যাবের হাতে গ্রেফতার

May 22, 2023 08:06:00 PM   উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইলে ইসমাইল হত্যার পলাতক আসামী রিপন র‌্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা:
টাঙ্গাইলের সখিপুরে ইসমাইল হত্যা মামলার পলাতক আসামী রিপন মোল্লাকে গাজীপুরের শ্রীপুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গাজীপুর জেলার শ্রীপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গত ১৪ মে টাঙ্গাইল জেলার সখিপুর থানায় রুজুকৃত ইসমাইল হত্যা মামলার অন্যতম আসামী মোঃ রিপন মোল্লা (৩৮)। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যা কান্ডের সাথে তার সম্পৃক্ততার করা স্বীকার করেছে।গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব-১০ সূত্র।