Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টাঙ্গাইলে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টাঙ্গাইলে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার মাহফিল

March 29, 2023 01:56:55 AM   দেশজুড়ে ডেস্ক
টাঙ্গাইলে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব সংবাদদাতা:
‘মাহে রমজানের অঙ্গীকার, ঐক্যবদ্ধ জাতি গরবো এবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ইফতার মাহফিল করেছে টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদ।

মঙ্গলবার জেলা হেযবুত তওহীদ এর উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলার বিসিক শিল্প নগরীতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের প্রচার সম্পাদক মো. মামুন রানার সঞ্চালনায় ও হাবিব মিয়ার সভাপতিত্বে এতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জেলার সাধারণ সম্পাদক মোঃ মামুন পারভেজ। তিনি আলোচনায় রোজা (সিয়াম) পালনের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন।

এতে আরও উপস্থিত ছিলেন- জেলার সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, বাসাইল উপজেলার সভাপতি মো. রতন মিয়া, কালিহাতী উপজেলার সভাপতি মো. ফেরদৌস আলম মুন্না, জেলা নারী নেত্রী জান্নাতুল ফেরদৌস প্রমুখ। ইফতার মাহফিলের এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আলোচনার পর দেশ ও জাতীর কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার শেষে জামাতে সালাহ আদায়ের মাধ্যমে উক্ত ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা হয়।