Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে আওয়ামী লীগ নেতা শাহজাহান সাজু গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে আওয়ামী লীগ নেতা শাহজাহান সাজু গ্রেপ্তার

May 06, 2025 05:11:10 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে আওয়ামী লীগ নেতা শাহজাহান সাজু গ্রেপ্তার

ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম. শাহজাহান সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে ২০২৫) সন্ধ্যায় শহরের মিজান রোডে তার ব্যক্তিগত চেম্বার থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট সাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। বিশেষ করে, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপাল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষে মাহবুবুল হাসান মাসুম নামে একজন নিহত হন। ওই ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অ্যাডভোকেট সাজু ফেনী জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন হাজারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

এই ঘটনায় ফেনী জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মজুমদারকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে শহরের সহদেবপুর এলাকার একটি বাসা থেকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে অ্যাডভোকেট শাহজাহান সাজু এবং নাছির উদ্দিন বাহারকে কারাগারে পাঠানো হয়েছে।