
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার রেল কলোনি এলাকাজুড়ে দিনে-দুপুরে বসছে জুয়ার আসর। দীর্ঘদিন ধরে চলে আসা এই অবৈধ কার্যক্রম এখন স্থানীয় সচেতন মহল ও অবিভাবকদের জন্য উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (০৬ মে) সরেজমিনে দেখা যায়, রেল কলোনি এলাকার নির্দিষ্ট কিছু স্থানে প্রতিদিনই বসছে এই জুয়ার আড্ডা। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের মতে, একদল অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে এই জুয়ার আয়োজন করে আসছে। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই অবৈধ খেলা।
স্থানীয়রা জানিয়েছেন, এই জুয়ার খেলায় কেবল বয়স্করাই নয়, আশপাশের এলাকার তরুণ-তরুণীরাও জড়িয়ে পড়ছে। অনেক শিক্ষার্থীও এ ধরণের আসরে সময় কাটাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে করে যুব সমাজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে এবং সমাজে তৈরি হচ্ছে এক গভীর সংকট।
এলাকার এক বাসিন্দা বলেন, “ এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, এখন কেউ প্রতিবাদ করতেও ভয় পায়। আমরা জুয়ার আসর বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ককরছি “
এক তরুণ জানান, “আমরা এখানে ভালোভাবে থাকতে চাই। কিন্তু এই জুয়ার কারণে পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার।”
এ বিষয়ে জানতে চাইলে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত। দীর্ঘদিন ধরেই কিছু অসাধু ব্যক্তি এই ভ্রাম্যমাণ জুয়ার আসর চালিয়ে আসছে বলে তথ্য রয়েছে। আমরা জড়িতদের শনাক্ত করে অচিরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত এবং কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তারা বলেন, এভাবে চলতে থাকলে পুরো একটি প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে। তাই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি তুলেছেন তারা।