
পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাট -১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে ২০০৯ থেকে টানা চতুর্থ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি।
এর আগে ২০০১ সালেও তিনি বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ৮৯ হাজার ৯ শত ৩ (তিন)ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈহল পাখি প্রতীকের প্রার্থী এমডি আতাউর রহমান (প্রধান) পেয়েছেন ৭৫ হাজার ২ শত ৩২ ভোট। বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ১৪৬৭১ ভোট বেশি পেয়ে পঞ্চম বারের মত এমপি নির্বাচিত হয়েছেন।