Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে আ.লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁওয়ে আ.লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

July 30, 2023 08:16:19 PM   জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে আ.লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি:
বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে আ’লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। রোববার জেলা আ.লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর আ’লীগের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পৌর আ’লীগের সভাপতি মো: একরামুল হক একরামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা মহিলা লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালা, যুব মহিলা লীগের সভাপতি নাজিরা আক্তার স্বপ্না, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: নাজমুল হুদা শাহ এ্যাপোলো, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনামসহ আ’লীগের বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।