Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁওয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

February 16, 2025 07:15:39 PM   উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিশাল পরিসরে উদ্বোধন করা হয়েছে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৫। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ২:৩০টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও বিএনপির ক্রীড়া সম্পাদক মো. আমিনুল ইসলাম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল রিলেশন কমিটির ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ প্রমুখ। এ ছাড়া জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাবেক কৃতী খেলোয়াড়সহ জেলার ফুটবলপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফুটবল সারা দেশের জনপ্রিয় একটি খেলা। কিন্তু দীর্ঘদিন আমরা এ থেকে পিছিয়ে ছিলাম। এখন থেকে প্রতিটি জায়গায় এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে। শরীর ও মনের সুস্থতার জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এ ধরনের আয়োজন করেছে, তাদের ধন্যবাদ জানাই।

টুর্নামেন্টে রংপুর বিভাগের আটটি সাংগঠনিক জেলা বিএনপি ফুটবল দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে দিনাজপুর জেলা বিএনপি দলের মুখোমুখি হয় পঞ্চগড় জেলা বিএনপি দল। অন্যান্য দলগুলোর মধ্যে রয়েছে ঠাকুরগাঁও জেলা বিএনপি, সৈয়দপুর জেলা বিএনপি, লালমনিরহাট জেলা বিএনপি, কুড়িগ্রাম জেলা বিএনপি, গাইবান্ধা জেলা বিএনপি ও রংপুর জেলা বিএনপি।