Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে ৫শ' পিস ইয়াবাসহ আটক ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁওয়ে ৫শ' পিস ইয়াবাসহ আটক ১

August 03, 2023 08:02:03 PM   উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ৫শ' পিস ইয়াবাসহ আটক ১

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট সহ রুবেল (৩১) নামের এক মাদক ব্যসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে শহরের স্বর্নকার বাজার এলাকায় তাকে আটক করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির।

আটককৃত রুবেল সদর উপজেলার হরিহরপুর হাজীপাড়া এলাকার মৃত ছোট বাবুর ছেলে।

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্বর্নকার বাজার এলাকায় সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে থানার একটি টিম অভিযান পরিচলনা করেন। এসময় রুবেলকে আটক করা হয়। পরে তাকে তল্লাসী করা হলে তার থেকে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বলেন, মাদক ব্যবসায়ী রুবেলের নামে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আজ আটক করা হয়েছে তার বিরুদ্ধে মাদক আইন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।