Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁও পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচী পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁও পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

July 14, 2023 07:04:55 PM   জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও পৌরসভার প থেকে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের পুরাতন বাসষ্ট্যান্ডে রাস্তার ডিভাইডারে চা গাছের চারা লাগিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।

ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে ও জেলা স্কাউট, হিমালয় মুক্ত স্টাউট দলের সহযোগিতায় বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব উজ জামান, নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন, নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান, পৌরসভার প্যানেল মেয়র-১ মো: আব্দুল কাইয়ুম চৌধুরী, প্যানেল মেয়র-২ সুদাম সরকার, কাউন্সিলর আতাউর রহমান, ওয়ালিউর রহমান ওলি, রমজান আলী, জামান বাবু, নাজিরা আক্তার স্বপ্না, আয়েশা বানু পারুল, মানিক হোসেনসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, জেলা স্কাউট, হিমালয় মুক্ত স্কাউট দলের বিভিন্ন সদস্যগণ।

এ সময় শহরের পুরাতন বাসস্ট্যান্ডে রাস্তার ডিভাইডারে চা গাছের চারা লাগিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে বাসষ্ট্যান্ড গোল চত্বর থেকে রোড বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত রাস্তার ডিভাইডার ও গুরুত্বপুর্ন স্থানে পায় ৪ হাজার চা গাছের চারা রোপন করা হবে বলে জানান পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা।