
ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠি শহরের মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা শুনে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে স্থানীয় বাসিন্দারা। সোমবার রাতে সদর উপজেলার পিপলিতা গ্রামের বাকলাই বাড়ির সামনে নয়জন নির্মাণশ্রমিককে ডাকাত সন্দেহে আটক করে পিটুনি দেয় তারা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। এ সময় পুলিশের হেফাজতে নেওয়া হয় একটি ট্রলার, যেখানে রাস্তা ও ব্রিজ নির্মাণকাজের যন্ত্রাংশ ছিল।
এলাকাবাসীর মতে, সোমবার রাতে এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়লে মসজিদে মসজিদে মাইকিং করা হয়। স্থানীয় আইনজীবী বনি আমিন বাকলাই তখন অনেককে ফোনে জানান, তাঁর বাড়ির আশপাশে মুখ বাঁধা লোকজন ঘোরাফেরা করছে। এরপরই স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।
আইনজীবী বনি আমিন বাকলাই জানান, সোমবার রাত ১২টা ১০ মিনিটে কয়েকজন লোক ট্রলার থেকে নেমে তাঁর বাড়ির আশপাশে ঘুরছিল। তিনি সিসি ক্যামেরার ফুটেজে বিষয়টি দেখে সন্দেহ হওয়ায় থানার ওসি ও স্থানীয়দের ফোন করে জানান। এরই মধ্যে নদীর অপর পাড়ে ডাকাতির গুজবে মাইকিং চলছিল। পরে শতাধিক মানুষ এসে তাদের আটক করে। তিনি জানান, শ্রমিকদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ডাকাত সন্দেহে নির্মাণশ্রমিকদের আটক করার খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।