
ভ্রাম্যমাণ প্রতিনিধি, খুলনা:
২৮ অক্টোবর সম্মেলন নামে বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর অগ্নিসংযোগ জ্বালাও পোড়াও, মানুষ হত্যা, ১২টি বাসে আগুন ও সাংবাদিকের উপর হামলা নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। বুধবার বিএনপি জামাতের বিরুদ্ধে পালন করে খুলনার ডুমুরিয়ার আঠারো মাইল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার ডুমুরিয়া উপজেলার ৬নং মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উদ্যোগে আঠারো মাইল বাজারে দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের সভাপতির নির্দেশ ক্রমে বিক্ষোভ মিছিল শুরু করেন। তার মিছিলটি আঠারো মাইল বাজারের ত্রিমুখী সিমান্তবর্তী এলাকা খুলনা সড়কে অভিমুখে কাচাবাজার হইতে সাতক্ষীরা সড়ক অভিমুখে পশুর হাট পর্যন্ত মিছিল নিয়ে মিছিলটি পুনঃরায় ফিরে এসে দলীয় কার্যালয় ছেড়ে পাইকগাছা সড়কে কাঠগোলা থেকে ফিরে এসে আঠারোমাইল বাসষ্ট্যান্ডে মিছিলটি স্থগিত করে বক্তব্য শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. কামরুজ্জামান শেখ, আওয়ামী লীগের নেতা মো মোজাহার আলী বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক গোবিন্দ ঘোষ, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা রোকনুজ্জামান মিন্টু, আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নেছার উদ্দিন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুরঞ্জন ঘোষ, যুবলীগের আহবায়ক কামরুল ইসলাম মোড়ল, শ্রমিক লীগের আহবায়ক শরিফুল ইসলাম মোড়ল, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।