
জিয়াউর রহমান:
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের সীমান্তবর্তী জনপদ ঘোষড়া গ্রামে চলাচলের সড়কের পাশে ময়লা-আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও মানে নি আবর্জনা জমানো এলাকার লোকজন। ফলে দীর্ঘদিন ধরে ময়লার স্তুপ থাকায় বৃষ্টির পানি পেয়ে দুর্গন্ধ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন ওই সড়কে যাতায়াতকারীরা।
স্থানীয় ইউপি সদস্য মো. মাহাবুর রহমান সরদার জানান, ময়লা অপসারণ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইউনিয়নের চেয়ারম্যানের সাথে মুঠোফোনে এ বিষয়ে কথা বলতে গেলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। সমস্যার সমাধানে জরুরী পদক্ষেপ নেওয়া হবে।