Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ডুমুরিয়ায় নূরানিয়া বুড়িভদ্রা সমাজ কল্যাণ যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ডুমুরিয়ায় নূরানিয়া বুড়িভদ্রা সমাজ কল্যাণ যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট

September 20, 2023 09:14:12 PM   জেলা প্রতিনিধি
ডুমুরিয়ায় নূরানিয়া বুড়িভদ্রা সমাজ কল্যাণ যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট

ভ্রাম্যমাণ প্রতিনিধি, খুলনা:
খুলনার ডুমুরিয়া উপজেলার নূরানিয়া বুড়িভদ্রা সমাজ কল্যাণ যুব সংঘ ৮ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্ট প্রথম রাউন্ডে দ্বিতীয় পর্ব খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টায় নূরানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।  উক্ত খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন চুকনগর মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিচালক এম.এম এনামুল হক ছোটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরকি সাউন সিস্টেম এর সত্ত্বাধিকারী বোরহান উদ্দীন। খেলায় সভাপতিত্ব করেন  নূরানিয়া বুড়িভদ্রা সমাজ কল্যাণ যুব সংঘের  সভাপতি মনিরুল হাসান লিটন, খেলাটি সার্বিক পরিচালনায় ছিলেন মফিজুর রহমান মফিজ। খেলায় অংশগ্রহণ করেন বেতাগ্রাম ফুটবল একাদশ অন্যদিকে খর্ণিয়া ফুটবল একাদশ বেতাগ্রাম ফুটবল একাদশ ৫-০ গোলে খর্ণিয়া ফুটবল একাদশকে পরাজিত করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন মুন্টু মিয়া। খেলায় ম্যান অব দ্যা ম্যাচকে পুরুষ্কার টি তুলে দেন খেলার প্রধান অতিথি এমএম এনামুল হক ছোটন।